• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তার বেহাল অবস্থা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম;
গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তার বেহাল অবস্থা 
গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তার বেহাল অবস্থা 

গুড়ি গুড়ি  বৃষ্টিতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানের সড়কে কাদা জমে রাস্তা পিচ্ছিল হয়ে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। এতে বিপাকে পড়েছেন সড়কে চলাচল করা পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা নিয়ে পথ চলছেন তারা।.

রোববার (১৯ মার্চ) সকালে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। এতে কাদা পানিতে উপজেলার বিভিন্ন সড়কগুলো পিচ্ছিল হয়ে যায়। দীর্ঘদিন ধরে ইটভাটায় মাটি সরবরাহকারী গাড়ি থেকে প্রতিদিন মাটি পড়ে এই অবস্থা হয়েছে বলে এলাকাবাসী জানান।সরেজমিনে দেখা যায়, নতুনবাজার থেকে মাটিপাড়া সড়ক, মাটিপাড়া থেকে বাগমারা সড়ক, রাজবাড়ী-দৌলতদিয়া আঞ্চলিক মহাসড়ক, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কসহ একাধিক সড়কে বৃষ্টির পর পড়ে থাকা মাটি কাঁদায় পরিণত হয়েছে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। রাস্তায় চলাচলকারী মোটরসাইকেল আরোহীরা পড়েছেন বিপাকে।.

মিরাজ নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, বৃষ্টির পর মহাসড়কে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ যেন এক মরণ ফাঁদ। রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়ে তা পিচ্ছিল হয়ে গেছে। একটু অসাবধান হলেই যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আরেক মোটরসাইকেল আরোহী ইদ্রিস শেখ বলেন, রাজবাড়ী-দৌলতদিয়া আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। মহাসড়কে মাটির স্তর পড়ে গেছে। ধুলাবালিতে মোটরসাইকেল চালানো দুষ্কর হয়ে গেছে। তারপর আজকের বৃষ্টিতে মহাসড়ক এখন মরণ ফাঁদ হয়ে গেছে।.

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকারের সিদ্ধান্ত এবং প্রচলিত আইন মেনে ভাটা পরিচালনা করা উচিত। ভাটায় সরবরাহকৃত মাটি রাস্তায় পড়ে রাস্তার যেমন ক্ষতি হচ্ছে তেমনি সামান্য বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।.

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা বলেন, বিভিন্ন রাস্তায় মাটি বহনকারী যানবাহনের কারণে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। এতে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। সম্প্রতি এই ধরনের পরিস্থিতি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক মাটি বা বালি বহনে ব্যবহৃত ট্রাক ও অন্যান্য যানবাহনকে প্লাস্টিক বা ট্রিপল দিয়ে সুন্দরভাবে ঢেকে মাটি বহন করার জন্য ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে অভিযান পরিচালনা করবে। অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.

.

ডে-নাইট-নিউজ / শিমুল পারভেজ টিটুল, রাজবাড়ী

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ